তোমার মত অমন করে
কে আর বাসবে ভালো
কে দেখাবে অমন করে
অনেক আশার আলো।
ডাকবে কাছে কে আর
আদর দেবে ভরে
নাই তো যে আর এমন কেউ
তাই তোমায় মনে পড়ে।
তোমার স্মৃতি গুলো এখন
আমার মাঝে ভাসে
বারে বারে দুঃখ জাগায়
চোখে জল নিয়ে আসে।
কেঁদে কেঁদে দিশে হারা
ক্লান্ত যেন আমি
আমার দুঃখ বুঝবে শুধু
আমার অন্তর্যামী।