আমায় তুমি ভালোবাসো
কর অনেক মায়া,
দুঃখ রোদের প্রখর তাপে
দাও গো মোরে ছায়া।

হতাশ আমায় দাও গো আশা
নিরাশার ক্ষণে,
বুকে আমায় জড়িয়ে নাও
রাখো ধরে মনে।

আমায় নিয়ে ভাবো তুমি
আঁক মনে ছবি,
তোমার মনে এই যে মোরে
রেখেছ করে রবি।