হেথায় সেথায় খুঁজবে আমায়
নামটি আমার বলে
চাইবে নিতে এই আমারে
আপন করে কোলে।

মধুর মধুর কথা গুলো
পরবে শুধু মনে
নাই তো আমি, রইব তবু
তোমার সকল ক্ষণে।