তোমার পরশ আজো মনে
দোলা দেয় যে
হৃদয় খানি ব্যথা দিয়ে
ভরে দেয় যে।
কত দূরে চলে গেছ
কোন অজানায়
তবু আজও তোমার পরশ
আমারে জাগায়।
চমকে উঠি বারে বারে
এমনই ভেবে
হয়ত তুমি আবার এসে
আমায় কিছু দেবে।
তোমার দেওয়া গুলি আজো
আমায় ভরে রাখে
আমার মনে যতন করে
তোমার ছবি আঁকে।
একটা গন্ধ দিয়েছিলে যে
আমার গায়ে মেখে
সুবাস তার ফুরোয় নি যে
আজো গায়ে আছে লেগে।
এমন মিষ্টি এমন মধুর
কিছুই যে নেই আর
তুলনায় তার কাছে যে
সব কিছুরই মানতে হবে হার।
এমন দেওয়া অনেক কিছুই
দিয়ে গেল মোরে
চলে যাবে হয়তো গো তাই
এত দিলে ভরে।