আমি কাঁদিয়াছি, কাঁদিয়াছি
তোমারও পথ চাহি
দিক দিগন্ত ব্যথার পাহাড়
কোথাও তুমি নাহি।
আলো মোর কোথা গেল?
হৃদয় বুঝি আঁধারেরে পেল
কাটে মোর এমন আধার বেলা
দুঃখেরও গান গাহি।
শূন্য চারিদিক হাহাকার তোলে
তুমি ওগো কাছে নাই বলে
ফিরবে না জানি কোন দিন
যাবে মোর সকল বেলা দুঃখের ভেলা বাহি।