আমার হৃদয় পাখনা মেলে
তোমার কাছে গিয়ে,
আমার প্রাণ পায় যে সুধা
তোমার সুধা নিয়ে।
আমার ভাবনা গুলো ব্যস্ত থাকে
কেবল তোমায় ঘিরে,
হৃদয় আমার জুড়িয়ে যায়
গিয়ে তোমার নীড়ে।
আমার দুঃখ গুলো সুখ হয়ে যায়
কান্না গুলো হাসি,
তোমার কাছে গিয়েই এমন
সুখ সাগরে ভাসি।
এই তো সে দিন! তুমি যখন
আমার পাশে নাই;
ভেবেই নিলাম এই ধরাতে
আমার নাই তো কোন ঠাঁই।
আবার যখন আসলে কাছে
অনেক আলো লয়ে,
আমার শান্ত নদী বিপুল বেগে
গেল যেন বয়ে।