দর্প আমার চূর্ণ করে
রেখো তোমার সঙ্গে করে,
আলোয় আলোয় রেখো ভরে
নিঃস্ব আমায় যতন করে।

পথের মাঝে পথ দেখিও
আঁধার মাঝে আলো,
ঘুচায়ে দিও সকল বাধা
পথের সকল কালো।

লুটায়ে দিও তোমার পায়ে
দর্প করে চূর্ণ,
এমনি নিও তোমার কাছে
করিয়া মোরে পূর্ণ।