দানিয়াছ তুমি যেই ফুল মোরে
দেখি তারে বার বার,
কথা কয় যেন সে মোর সাথে
যেমনটি তুমি বলিতে অনিবার।

তুমি নাই তবু যেন সে
তোমার গানটি গাহে,
নিবিড় করিয়া আমারে আবার
তোমার কথা মনে করাইতে চাহে।