আমি তখন চুপিচুপি
আপন মনে থাকি,
ভাবছি বসে হতাশ হয়ে
আর অল্প দিন বাকি।
তুমি এলে হঠাৎ করে
কী যে আলো চারদিকে,
জীবন মাঝে "সাঁঝ" কোথায়?
আলোর বাহার সব দিকে।
আমি অন্ধকারের মানুষ
আঁধার-ই তো ভালো,
তবু জানি কেন আমার
আলো দেখার সাধ খুব হলো।
অপূর্ব সেই আলোর রঙে
আমি হলাম দিশেহারা
পুলকিয়া উঠল হৃদয়
আমি হলাম পাগলপারা।
সেই যে আমার আনমনা মন
সেই যে আমার একলা থাকা,
সব কিছু যে হল কেমন!
লাগলো সব আঁকাবাঁকা।
এই আঁকাবাঁকা-ই লাগলো ভালো
ভরল সব, কী যে মায়ায়,
বুঝি নি তো ছিলাম রোদে
হঠাৎ যেন এলেম ছায়ায়।
এই যে ছায়া এই যে মায়া
এই যে আলো, এত্ত কিছু
তোমায় আমি দিলাম কি?
এই ভাবনা, ছাড়ে না আমার পিছু।
আমার তো হায় ইচ্ছে করে
তোমায় অনেক কিছু দেই,
হিরার হারে মুড়িয়ে দিয়ে
তাতে মানিক বেধে দেই।
তোমার দুচোখ জোড়া স্বপ্ন গুলি
সত্যি করে বলি,
এই যে দেখো বাস্তবেতে
এলো তোমার স্বপ্ন গুলি।
ভরিয়ে দিয়ে পুরিয়ে দিয়ে
ইচ্ছে করে পূর্ণ করি তোমায়,
যে দিয়েছ উজাড় করে
দিয়েছ ভরে আমায়।