তোমায় আমি রাঙিয়ে দিব
নিত্য নতুন রঙ দিয়া,
তোমার ভুবন ভরিয়ে দিব
সকল ফুলের রঙ নিয়া।
সাজবে তুমি আমার লাগি
প্রাণের জোয়ার সবখানে,
দুঃখ গিয়ে আসবে সুখ
তোমার আমার এইখানে।
নিত্য তুমি নতুন করে
আমায় পাবে মন মাঝে,
থাকি নাকো যেথায় আমি
তুমি পাবে আমায় সব কাজে।
আপন মোরা আরো হব
বাসব ভাল দুজনায়,
তোমার আমার এমনি জীবন
মায়া আর মমতায়।