তোমাকেই বলছি হে বন্ধু ডেকে
জীবনের প্রতি কেন রয়েছ বিরূপ হয়ে?
রুদ্ধ করেছ কেন জীবনের দ্বার?
ভাবছ কেন জীবন তোমার কেবলই অবজ্ঞার?
প্রশান্তি নাই কেন তোমার হৃদয়ে?
কেন তোমারে রেখেছ ঢেকে অমানিশার ঘোর অন্ধকারে?
আশার স্বপ্ন কেন জ্বলে না তোমার হৃদয়ে?
কেন রয়েছ বসে তুমি আনমনা হয়ে?
চলেছ কেন তুমি হতাশা লয়ে?
ভাবছ জীবন তোমার যাবে এমন করে?

না-না-না তা নয় গো প্রত্যাশা তোমার কাছে
কেন তুমি রবে এমন, তোমার তো সবই আছে।
মেলে ধরো তোমারে তুমি নিজের কাছে
দেখবে সত্য তোমার লুকিয়ে আছে তোমারই মাঝে।
খোল দ্বার তোমার আজ নতুন করে
নেও যত সত্য আছে সব তোমার অন্তরে।
ভরে দাও তোমারে তুমি প্রাপ্তির আবেশে
দেখবে নিরাশা তোমার হয়েছে দূর নিমিষে।

কল্যাণের ধারা তুমি বহাও তোমার অন্তরে
দেখবে তোমার মাঝে নতুন এক তোমারে
নব আলোকের দিগন্ত জোড়া নবীন আভায়
ভরে তোল তোমারে তুমি নতুন প্রত্যাশায়।