তোমাকে খুঁজেছি ছায়ার আড়ালে
আলো আধারের সাঁঝে
তোমাকে খুঁজেছি বিস্তীর্ণ মাঠে
দিগন্ত জোড়া শূন্যতার মাঝে।
তোমাকে খুঁজেছি স্বপ্নে
খুব অচেতন হয়ে
তোমাকে খুঁজেছি শাপলা ফোটা
একেবারে নিস্তরঙ্গ জলে।
তোমাকে খুঁজেছি আমার প্রিয় রাস্তায়
সারি সারি গাছের আড়ালে
তোমাকে খুঁজেছি মুক্ত বিহঙ্গের
বন্ধনহীন উড়ালে।
তোমাকে খুঁজেছি কান্নায়
প্রিয় জনের বিচ্ছেদের ব্যথায়
তোমাকে খুঁজেছি হৃদয়ের মাঝে
লালিত আমার তীব্র বাসনায়।