তখন না হয় বেসো ভালো
এখন আর নয়
যখন আমি ফেলব ঝেড়ে
আমার সকল ভয়।
নতুন অনেক আশা নিয়ে
গড়ব ভুবন আপন বুকে
তখন না হয় আবার এনো
আমায় তোমার সুখে।
আমায় তখন কর বরণ
দেখবে যখন রাঙা চরণ
রাঙিয়ে দিয়ে আধার টারে
করেছি দূর সহসা এসে,
তখন আবার নিয়ো কাছে
আমায় ভালবেসে।
এমন ক্ষণে বেসো ভালো
এখন আর নয়
যদি আমি করতে পারি
সকল কিছু জয়
ফেলতে পারি মুছতে পারি
আমার সকল ভয়।