আমায় ছেড়ে যাবে তুমি
অনেক দূরে চলে,
হয়ত আর পড়বে নাকো
এই আমারে মনে।
আপন মনে থাকবে নিঠুর
খেলবে আপন খেলা,
তোমা বিরহে হয়ত আমার
কাটবে নাকো বেলা।
ধরা মাঝে এমনি রব
কাঁদব আপন মনে,
তোমার স্মৃতি-ই করব স্মরণ
প্রতি ক্ষণে ক্ষণে।
মায়া ভরা ঐ মুখখানি রে
দেখব না আর হয়ত,
তবু তোমায় মনের মাঝে
রাখব ধরে শক্ত।

তুমি হবে চির সুখী
আমি হব দুঃখী,
তোমার ঐ সুখেই আবার
হব আমি সুখী।
তোমার আমার যত স্মৃতি
হল ক্ষণিক তরে,
সবই আমি রাখব ওগো
আপন মনে ধরে।
জীবন পথে চলতে চলতে
করব তোমায় স্মরণ,
এমনি করেই হয়ত একদিন
এসে যাবে মরণ।