শূন্য হৃদয় যেন
ডেকে বলছে মোরে
এত কাল আমি
কি নিয়ে ছিলাম ভুলে?
পরপারে যাবার তরে
সময় যে এল ক্ষণে
কি পেলাম দিলাম কারে!
শুধুই প্রশ্ন রয়ে গেল
আমার এই হৃদয়ে জুড়ে।
ব্যথিত মন মোর
যেতে নাহি চায় দূরে
তবু চলে যেতে হবে মোরে
সব সারা করে
চির কালের তরে।