আমাদের সব যাক চলে
সব-কিছু
সব সব, সব-কিছু
শুধু থেকে যাক ভালোবাসা।
হৃদয়ের গভীরের
আত্মার মাঝের ভালোবাসা।
যেখানে শান্তি আছে
আছে প্রশান্তি
আছে অনেক অনেক আলো
আছে অনাবিল সুখ
সেই ভালোবাসা থাকুক
থেকে যাক অনন্ত কাল।