আমার সে জন বোঝে নারে
কত তারে চাই,
থাকে দূরে আমার থেকে
কাছে নাহি পাই।
রোদন আমার হয় না শেষ
বারে ক্ষণে ক্ষণে,
হৃদয় শুধু পুড়ে যায়
জ্বালা ধরে মনে।
ভালবাসা হয় না শেষ
বেড়েই চলে শুধু,
ভালবাসি একলা হেথায়
হৃদয় আমার মরুভূমি ধুধু।
কত আশা হায়রে আমার!
কত দূরে যাব,
ভালবাসার ঘর বানিয়ে
দুজন শুধু রবো।