রাতের আঁধার দিনের আলো
সবই ফুরায় এসে
উদাস মনে তারই খেলা
চেয়ে রই বসে
আরো যে কত খেলা
মোর চক্ষু পটে জাগে
ভুলতে তবু পারি নারে
তারেই মনে পড়ে।