নতুন প্রত্যাশার আগমনী গান
ভরিতে পারে না যেন মোর প্রাণ,
শুধু দুঃখ-ই বাড়ায় আরও মনে
থেকে থেকে প্রতি ক্ষণে ক্ষণে।

আজি তারেই চাহে প্রাণ
চির আপন করে,
যে আছে আমা হতে বহু বহু দূরে।