কত কথা বলার ছিল
হলো না বলা
কত মালা গাঁথার ছিল
হলো না গাঁথা।
সব যেন মুছে যায়
সব যেন ছিঁড়ে যায়
শুধু ভালবাসা দিয়ে তারে
যায় না রাখা।
মিলনের সুখ ছিল
বিচ্ছেদের ব্যথা ছিল
মনের মাঝে আশা ছিল
কল্পনায় রাখা।
সব আজ চলে যায়
মিছে যেন সব হায়
চারিদিকে শুধু যেন
দুঃখেরও ছবি আঁকা।
মোর প্রাণে বারে বারে
কেন মিছে মিছে তবে
ভালবাসা উঁকি দিয়ে
শুধু ফিরে যায়।
এ কোন ছলনা তার
ভাবি আমি আরবার
পিছনেতে ফিরে চাই
দেখি সবই যেন ফাঁকা।