আমি তখন আকাশ পানে চেয়ে
নক্ষত্র সব আছে যেন
আকাশ টারে ছেয়ে।
দূরে তারা অনেক দূরে
অসীমের সীমানায়,
আমার কি আর সাধ্য আছে
যাই তারার দুনিয়ায়।