অন্ধকারে কে রে
এত আলো আনে?
করিতে চায় দূর,সকল আঁধার
তার আকুল আহ্বানে।

ভরিয়া তুলিতে চায়
আলো দিয়ে প্রাণ,
ভুলাইতে চাহে সে
সব অভিমান।

আজ এই শুভ ক্ষণে
বরিব তারে প্রাণে,
নব আলোয় ভরিব মন
তার-ই আহ্বানে।