ছন্দে লেখা কবিতা
সে করিয়াছে মোরে দান
তার মাঝে যেন মিশিয়া ছিল
সবটুকু তার প্রাণ।
এমন করিয়া হয়ত সে
লেখে নিকো কভু আর
যত খানি কথা ছিল এই দানে
আমার লাগিয়া তার।
কিছু কথা সে বলিয়াছে হেথা
কিছু ছিল নীরবতা
মূর্ত তা যত খানি ছিল
তার বেশি ছিল বিমূর্ততা।

এমনি সেথা ফুটিয়েছে সে
মোরে তাহার ছন্দে
হয়ত চেয়েছে মোরে
ভরিয়া তুলিতে ছন্দের আনন্দে।
আমারে সে দেখিয়াছে যত
তারও বেশি আমি তারে
দেখিয়াছি আমি খুব করে
তার সরল মুখটারে।
নেই কিছু, তবু যেন
অনেক কিছু আছে
কোলাহলহীন শান্ত তা যেন
নিবিড় উচ্ছ্বাসে।

মায়া ভরা এমন মুখ
দেখি নিকো আর আগে
যে মুখে পড়িলে চোখ
পাষাণেরও মায়া  জাগে।
শত বারে ও যেন দেখিলে তারে
মিটে না মনের সাধ
মায়া ভরা ঐ মুখ যেন তার
দূর করে সব অবসাদ।
ঐ মুখে ছিল এক জোড়া চোখ
নিবিড় মায়ায় ঢাকা
বেশি কিছু ছিল না তাতে
ছিল সাধারণ ছবি আঁকা।
তবুও সে চোখ বলে
কোথায় যেন সে পরাধীন
এমনই তারে দেখেছি তখন
আজ তো সে অচিন।