সদা আমি প্রাণ ভরে
ডাকব তারে,
যে মোরে রেখেছে বাঁচিয়ে
এ ধরণী'পরে।
কেন সে ধ্যান মোর
ভাঙিস যে তোরা,
কেন করিস কোলাহল
আমি হই আত্মহারা।
আবার যাই ছুটে
তারে পেতে কাছে,
তার কাছে তুলে ধরি
আমার যা আছে।
এই যে ধরণী
বিশ্ব জাহান,
গড়া যার হাতে
সেই তো মহান।
তারেই ভালোবেসে
তারেই সঁপেছি প্রাণ,
আমার জন্ম এ ভবে
তা তো তারই দান।