মোর ছোঁয়ায় রেখে গেলেম
মোর আঁধারের ছায়া
রেখো তারে যতন করে
ছড়িয়ে তোমার মায়া।
সেথায় তুমি দেখতে পাবে
নতুন করে মোরে
নেইকো আমি তবু এ স্মৃতি
রইবে তোমারই তরে।
এ স্মৃতিতে কিছুই নেই
দুঃখ ব্যথা ছাড়া
তবুও আমি দিলেম তোমায়
কর না তারে হেলা।
এ স্মৃতিতে খুঁজে পাবে
মোর ভালবাসা
এ স্মৃতিই কইবে তোমায়
মোর প্রাণের ভাষা।
তুমি ছেড়েছ আমায়
আমি ছাড়ি নিকো তোমায়
স্মৃতি দিয়া তাই বাঁধিলাম তোমায়
আমার শত মায়ায়।