আজি তারে পড়ে মনে
আমার সকল ক্ষণে
নাই নাই কোথাও তার আভাস
কাঁদিয়া শ্রান্ত তাই হৃদয় আকাশ।