আমাদের জীবন
দুরন্ত সময়ের পিঠে সওয়ার,
ছুটে চলা আর ছুটে চলা।

আমরা পিছনে ফেলে যাই সব
স্মৃতির ক্ষণগুলি কে,
আরো ফেলে যাই ক্ষণিকের আদর
ভালোবাসা আর আবেগ কে।
মনেও পড়ে না আর আমাদের,
দুরন্ত সময় সব নিয়ে যায় দূরে
আরো আরো দূরে,ভুলিয়ে দেয় সব।

নতুন স্মৃতি আসে, আর হয়ে যায় পুরাতন
পুরাতন হয়ে যায় আরও পুরাতন
একেবারে অতীত, হারিয়ে যাওয়া অতীত।

হায় জীবন! হায় সময়ের সওয়ারি!
সব ভুলে এগিয়ে যাও দূরে,
দূরে দূরে আরও বহু দূরে
দিগন্তের ওপারে চির অসীমে।