স্নিগ্ধ শরৎ ডাক দিয়েছে
রূপ দেখাবে বলে,
আমি বলি "আচ্ছা তবে
কী রূপ তোমার, দেখাও তাহলে"।

শরৎ তাহার রূপের পসরা
সামনে এনে ধরে,
আমি দেখে অবাক হই
প্রাণ টা যায় ভরে।

টলটলে জল খেলা করে
পুকুর বিল আর খালে,
নদীর বুকে নৌকা চলে
হাওয়া লাগে তার পালে।

মাঠে ঘাটে কাশ ফুলে যে
ছেয়ে গেছে সব,
আকাশ জুড়ে শুভ্র মেঘের
শুধুই কলরব।

কী আলো যে সবখানে হায়
চোখ ধাঁধিয়ে যায়,
এমন রূপে স্নিগ্ধ শরৎ
আমার মন টি কেড়ে নেয়।