গগনে উঠিল চাঁদ
কী প্রভা তার,
চমকিয়া তাকায় সবে
বিস্ময় সবার।
আসে মেঘ, ঢাকে চাঁদ
আড়ালে চলে যায়,
বিস্মিত সবাই আর
চাঁদ কে নাহি পায়।
চলে গেছে প্রভা তার
ভাবে কেহ কেহ,
কেহ চোখ সরিয়ে নেয়
কেহ নেয় তার স্নেহ।
কেহ শুধু চেয়ে থাকে
মেঘ গুলোর দিকে,
প্রভা ভরা চাঁদটারে
দেখা যদি যায় কোন দিকে।
আশা লয়ে যারা আছে
চেয়ে চাঁদ পানে,
চাঁদ শেষে দেখা দেয়
শুভ কোন ক্ষণে।