কাটিবার দিন যাবে কেটে জানি
সহিব যাতনা তোমারে মনে আনি
ফিরব না তবু কাছে আর
রাখিব দূরে তোমা হতে মোরে
সুখ যদি পাও তুমি।