সকল পথের শেষে
যে পথ যায় রে দেখা
ছুঁয়েছে যা দূরে গিয়ে
গগন পথের রেখা।
তারই আশে আজকে যে মন
এলো বাহিরে
জানে নাতো পাবে কিনা
খুঁজে তাহারে।
ঘুরে ঘুরে দূরে দূরে
বেড়ায় খুঁজে সে অচেনা রে
আসল পাওয়া তার যে হায়
পাওয়া হয় নারে।

চোখেতে ধাঁধা দিয়ে
কে যেন যায় রে নিয়ে
পথের দিশা হয় না পাওয়া
দিন যে যায় বয়ে।
রইবে যদি সুদূর দূরে
কেনো রে জাগায় আশা
মিছে মিছে কেন তবে
দিয়ে যায় ভরসা?
দূরে যারা তারাই যেন পাবে
সে পথের ও দেখা
অমন করে সবার যেন রে
থাকে না ললাট লেখা।