বাঁধন হারা জীবন মাঝে
শুধু তোমার বাঁধন রেখো
দূরে আমায় রাখবে সবাই
শুধু তুমিই কাছে ডেকো।
মলিন আমার মুখখানিতে
তোমার পরশ দিয়ো
আঁধার মাঝে হারায়ে গেলে
খুঁজিয়া মোরে নিয়ো।
পুণ্য মোরে তুমি দিয়ো
নিয়ো নাকো কিছু
পাপ গুলো সব এমনি রেখো
তারা রয় যেন মোর পিছু।
মোরে কভু ছেড়ো নাকো
রেখো সাথে সাথে
হৃদয় খানি হৃদয়ে রেখো
হাত খানি মোর হাতে
এমনি করেই ভরায়ে রেখো
তোমারে আমাতে।