সত্য ন্যায় এর পথ খানি যেন
ছিল এতদিন বন্দী,
তারা আজ হয়েছে মুক্ত
সত্য ও ন্যায় এর হয়েছে দেখো সন্ধি।

এই যে মুক্তি আসেনি এমনি
কত ত্যাগ কত প্রতীক্ষা,
অবশেষে আমরা পেয়েছি আলো
শেষ হল যেন অপেক্ষা।

সত্য কে আজ চিনতে হবে যে
বুঝতে হবে আরও,
আসবে তবে সত্যি মুক্তি
দুঃখ রবে না কারো।

ন্যায় এর দণ্ড পড়ে ছিল কোথা
কোন সে ধূলি-‘পরে,
মিথ্যা এসে বসল জেঁকে
মানবতা গেল হেরে।
অন্যায়ের ঐ দুষ্ট চক্রে
সবাই ছিল যে বন্দী,
চাটুকারিতায় ভরে ছিল সব
সবাই করত যে খালি ফন্দি।
অন্যায় কে ন্যায় বলা হত
মিথ্যা টাকে সত্যি,
ভালো সব রাখা হত দূরে
মিথ্যা দিয়ে করা হত সব ভর্তি।

এমন করে সমাজ টাকে
নষ্ট করল যারা,
আজও তারা ঘুরছে দেখো
আজও তারা গ্লানি হারা।

তবুও আমরা পেয়েছি মুক্তি
সত্যের হল জয়,
সত্য রে মোরা আঁকড়ে রব
আর পাব না ভয়।
নতুন দিনের নতুন আলোয়
ভরুক সবার চিত্ত,
হারাব না আর, এই পথেই
রবো মোরা নিত্য।