ওগো শশী মোর
আলো মম গগনে,
ছেয়ে আছো ভরে আছো
দেখি দুই নয়নে।

দিন শেষে রাত হয়
তুমি হও অপরূপ,
জেগে থেকে কথা কই
আর যেন সব চুপ।

কত কথা তোমা সাথে
হয় না তো কভু শেষ,
সারা রাত কথা কই
দিনে পাই তার রেশ।

আমার আকাশ ছেয়ে থাকো
থাকো তুমি আলো করে,
অপরূপ শশী মোর
যেও নাকো কভু দূরে।