স্বপ্ন মাঝে হল দেখা
তোমার আমার দুজনায়
কে বলেছে সাদা কালো?
রঙিন যেন সব খানায়।
তুমি ছিলে দূর দেশে তে
তেপান্তরের কোন সে গাঁয়
হত কি দেখা তবে মোদের
দেখা নাহি যদি হত স্বপ্নটায়?

সেদিন রাতে ঘুমিয়ে ছিলেম
না জানি কি ভেবে
কে জানিত তোমার স্বপন
আমায় কেড়ে নিবে।
তোমার দেশের হাজার আলো
হাজার তারার মাঝে
আমায় নিয়ে রাখলে তুমি
আসতে দিলে না যে।

কত কথা বললে মোরে
বাঁধলে আপন বাহু ডোরে
না জানি কেন
আমায় কিছু বলতে নাহি দিলে।
তোমার স্বপ্ন নাকি ছিল এমন
অনেক দিন ধরে
স্বপ্ন মাঝে খুঁজে নেবে
ভাল লাগে যারে।
আমার মাঝে কি পেয়েছ
বললে নাহি মোরে
তোমার মনে রইল যে তা
নিলে আমায় আপন করে।

সে দিন রাতে এমনি মোদের
হল পরিচয়
একটু দেখা সেখান থেকেই
ভালোবাসা হয়।
স্বপ্ন মোদের বাড়তে থাকে
হতে থাকে দেখা
কি জানি হায় স্বপ্নটাতে
কি যে ভাগ্য লেখা।
ভাগ্য মোদের থাক সে যা
আছি মোরা কাছে
অনেক কিছু হয়ত নেই
কিন্তু ভালোবাসা আছে।