দিগন্ত জোড়া সমুদ্র, অসীমের পরেও যেন অসীম
কী অপূর্ব দৃশ্য! মুগ্ধ করে দেয় মন।
ঢেউ গুলি ভেসে আসে দিগন্তের ওপার হতে
বারে বারে এসে বলে যায় কী যেন এক দুঃখের কথা।
সমুদ্রের ও কি কথা থাকে? লোনা জলের গভীর কথা।
কী নাম দিবো তার?...... "নীল বেদনার সমুদ্র কথা"।

কখনো গর্জনে, কখনো শান্ত ঢেউয়ে বলে যায় দূরের কথা।
"সমুদ্র" কত নীল ধারণ করে আছ তুমি?
কত বেদনা জমে আছে তোমার মাঝে?
সে কথাই হয়তো বল তুমি ঢেউয়ে ঢেউয়ে।

বেদনার নীল কষ্টের মাঝেও কেমন এক প্রশান্তি আছে তোমার
অন্যের ব্যথা গুলি, কষ্ট গুলি নিয়ে নেও নিজের মাঝে
নীল সমুদ্র, হয়ে যাও আরও নীল, অসীম নীলিমার আধার।
তোমার তীরে অতি ক্ষুদ্র তুচ্ছ আমি,এসেছি চিনতে তোমায়
যে ঢেউ দূরের কথা বলে,  বেদনার কথা বলে,
তাই শুনতে এসেছি আমি, বুঝতে চাই তার সব।

ও সমুদ্র, তুমি নিয়ে যাও আমায়, নীল বেদনার অসীমে
শিখিয়ে দাও আমায় সব দুঃখ ভুলার মন্ত্র।
আমিও নীল হব, মিশে যাব দূর নীলিমায়;
শত সহস্র বেদনা নিয়েও তুমি যেমনি প্রশান্ত,
আমিও তোমার মত হব, প্রশান্তি ছড়িয়ে দিবো সবখানে।

ও সমুদ্র, আমি শুনব তোমার "সমুদ্র কথা"
যা দূর হতে আসে ঢেউ এর'পর ঢেউ হয়ে
কখনো গর্জনে, কখনো শান্ত হয়ে, ধীরে ধীরে।
ও সমুদ্র, আমিও সমুদ্র হব, বেদনার নীল সমুদ্র
তবুও প্রশান্তি দিয়ে যাব সবারে, তোমার মত।

ও সমুদ্র, আমি আজ তোমার তীরে, অতি ক্ষুদ্র অতি তুচ্ছ কেউ
তুমি নিয়ে নেও আমায় তোমার মাঝে, তোমার চির অসীমে।