কত আশা পায় নি ভাষা
চোখের জলে আছে ভাসা
সকল আশা কুড়িয়ে নিয়ে
নতুন করে বাঁধব বাসা।
স্বপ্ন দেখে বিভোর হব
মনের কথা তারে কবো
আপন করে কাছে নেবো
দেবো অপার ভালোবাসা।
কত কথা হয় নি বলা
সব যে আছে মনে
নতুন করে সে সব কথা
কবো আজি ক্ষণে।
মনের মাঝে মন দেবো যে
প্রাণের মাঝে প্রাণ
মোদের সকল ব্যথার আজি হবে
চির অবসান।