ফুলে ফুলে ভর্তি গাছ
একটুও যেন ফাঁকা নেই
কে দেখেছে এমন লাল!
লালে লালে পূর্ণ যেন সব শাখা।
মাঝে মাঝে মনে হয়
ফুলের ভারে হয়তো
ভেঙে যাবে ডালগুলি।
পাতা বিহীন প্রকান্ড গাছে
এত লালের সমাহার
মন কে মুগ্ধ করে দেয়।
এই ব্যস্ত শহরের ধুলি মাখা রাস্তার পাশে
কখনো অলিতে গলিতে
কখনো শহর থেকে একটু দূরে নির্জনে
শাখা প্রশাখায় বিস্তৃত শিমুলের গাছ।
এই নিষ্প্রাণ শহরে
খানিকটা যেন প্রাণ নিয়ে আসে।
ব্যস্ত মানুষ গুলোকে মনে করিয়ে দেয়
বসন্ত এসে গেছে ধরা মাঝে।
পাখিরা এ-ডাল ও-ডাল করে
লাল ফুলের মাঝে যেন
ফুল-সঙ্গীরা অপূর্ব খেলায় মেতেছে।
চোখ যেন আটকে থাকে সেই লালে,
শিমুলের অজস্র ফুলে।
প্রকৃতি সেজেই থাকে, কী সুন্দর!
আমরাই শুধু দেখি না
ইট পাথরের এই শহরেও
লাল হয়ে শিমুল ফোটে
আমরাই শুধু দেখি না।