তখন তোমরা কেউ ছিলে না
আমি ছিলাম একা,
সে অনেক দিন আগের কথা
আজকে হবে লেখা।
ছোট্ট আমি, ছোট্ট মন
নিরিবিলি চারিধার,
হারিয়ে যেতে ইচ্ছে হত
তাই হারাতাম বার বার।
এ পথ ধরে, সে পথ ধরে
চলে গেছি কত দূরদূরান্তে,
হয়নি আমার হারিয়ে যাওয়া
এসেছি ফিরে একান্তে।
মধ্য দুপুর তীব্র গরম
তবুও হেঁটেছি পথ,
সেই কৈশোর কবেকার কথা
মনে পড়ে আজ সব।।
প্রিয় রাস্তায় হেঁটেছি কত
হারিয়ে যাবার ছলে,
কভু এসেছে বাদল ধারা
ঠাঁই নিয়েছি গাছের তলে।
ভিজিয়ে দিয়েছে, শুকিয়ে দিয়েছে
তবু রেখেছে সাথে করে,
সেই স্মৃতি যেন এত দিন পর
আজ শুধু মনে পড়ে।