তারে নাই যদি পাওয়া হয়
কেমনে রবো আমি
কষ্ট আমার বুঝবে না কেউ
বুঝবে শুধু আমার অন্তর্যামী।
সান্তনায় মোর ভরবে না বুক
যাবে চলে মোর সকল সুখ
পেছনে মোর নিথর দেহ
কাঁদবে পড়ে পড়ে
হয়ত এমন ব্যথা কেউ দেখবে নারে।
মোর শূন্য হৃদয় কেঁদে কেঁদে
সবারেই বলবে ডেকে
"শোনো শোনো মোর কথা শোনো
আমার সে জন কোথায়, কেউ কি জানো?"
চলে যাবে সবাই জানি
না বলে কিছু মোরে
শূন্য হৃদয় কাঁদবে আমার
শুধুই পড়ে পড়ে।