দেখেছিলেম তারে
হৃদয়ের মাঝে হতে
বহু কাল ধরে।
তবু সে অচেনাই
রয়ে গেল মোর তরে।

কত দুঃখে কত সুখে
কত কত বিরহে
সাথী করেছিনু তারে।
সে যে আমার নয়
তা আসে নাই অন্তরে।

ভাবনায় তারে
লয়েছিনু কতবার
কত বাঁধনে তারে
আমি বেঁধেছিনু বার বার।
বেদনা বিধুর মন মোর
গিয়েছে যে তার কাছে
সে কখনই পারে নাই
কিছু মোরে দিতে।

কাঙালের মত আমি
চেয়েছি যে তারে
বুঝি নাই, বুঝি নাই
সে যে নয়
মোর এ জীবনের তরে।