আমার "সে জন" যাচ্ছে চলে
আমায় কিছু না বলে
কেমন করে এখন আমি এই দুঃখ সই?

অনেক যে তারে ভালবাসি
তাইতো এমন দুঃখে ভাসি
উদাস মনে দূরের পানে শুধুই চেয়ে রই।