আজি মন দ্বারে
সে এসেছে ফিরে
সুখ যেন তাই
মোর মন ঘিরে
সে এসেছে ফিরে।
কত বার চেয়েছি তারে
জ্বালায়ে আলো মোর আধারে
সে আসে নাই, আসে নাই
ফিরায়েছে মোরে
আজি সে-ই এসেছে ফিরে।
অধীর মন আজ
সাজিতেছে নতুন সাজ
পাইবে তারে আজ
আপনার করে
সে এসেছে ফিরে।
সে দিবে আজি প্রাণ
ভোলায়ে মোর সব অভিমান
অনন্ত অভিসারে
আজি সে এসেছে ফিরে।