স্বাধীনতা কি আজ আমি বুঝেছি,
অসীম আকাশের নীল ছুঁতে পারা।
স্বাধীনতা কি আজ আমি বুঝেছি,
হৃদয় মাঝে কোমল শান্তির এক পরশ
অন্ধকার পেরিয়ে এক আলোর দেখা
যে আলোয় ছেয়ে যায় সব, হয় সব আলোকিত;
এরেই বুঝি বলে স্বাধীনতা।

বিজয় উল্লাসে দিগ্বিদিক মাতিয়ে
এক প্রচণ্ড গতির নামই বুঝি স্বাধীনতা।
অন্যায়ের শৃঙ্খল হতে বের হয়ে
নব আলোকের পথে যাত্রা,
সকল অনিয়ম কে পাশে ফেলে
সব শঙ্কা দূর করে এগিয়ে যাওয়াই বুঝি স্বাধীনতা।

আমি স্বাধীন, আজ স্বাধীন, অনেক স্বাধীন
মুক্ত বিহঙ্গ হয়ে অসীম আকাশ ছুঁতে যাই আমি।
আমি স্বাধীন, আজ স্বাধীন, অনেক অনেক স্বাধীন।