মন আমার আজ মেতেছে
ছাতিম  ফুলের গন্ধে
আছে গভীর রাত, জ্যোৎস্নার আলো,
আর কেউ তো নাই সঙ্গে।
ফুলে পাতায় জড়াজড়ি
এমন নজর কাড়া রূপ
একলা বসে দেখি আমি
যখন রাতের পৃথিবী চুপ।
এমন মধুর ফুলের গন্ধ
যেন নাকে লেগে যায়
অনেক দূরে গেলেও যেন
সেই সুবাস রয়ে যায়।

শরৎ শেষে হেমন্তের
ওই আগমনী গান
কেমন তর বাজছে দেখো
হৃদয়ে সুরের কলতান।
এমন ক্ষণে ফুটেছে ছাতিম
সুবাসিত ধরা আজ
আছে গভীর রাত, জ্যোৎস্নার আলো,
কী অপরূপ প্রকৃতির সাজ।