খুব কাছাকাছি?
নয় তো আজি!
দূরে যেন বহু দূরে,
কেন চলে গেলে? কেন ভুলিলে?
কেন আসিলে না আর ফিরে?

পথ চেয়ে আমি
জানো না তো তুমি
শুধুই রেখেছ একলা করে,
জীবন কাটে না আর, কষ্ট প্রতীক্ষার
দুঃখের ভুবনে আছি পড়ে।