এই যে তোমায় ভাবছি বসে
আজি এই একান্তে,
তা তুমি নাই বা জানো
হোক না তা অজান্তে।
কত রঙে রঙিন করে
সাজাই আমি তোমারে,
তা আমার মনে মনে
কেউ জানে না আহারে!
গোপন করে ভাবতে বসি
চুপচাপ চারিধার,
তখন আমার সব কিছুতে
থাকো তুমি নির্বিচার।
তোমায় রাখি হেথায় সেথায়
কত রঙ-রূপ, কত বাহারে,
এত সাজাই তবু ভরে না মন
সেই কথা কই কাহারে?
এমন করে কাটছে দিন
তোমায় নিয়ে সবসময়,
হে আমার হৃদয়ের ধন
তুমি রয়েছ আমার জীবনময়।