তোমায় নিয়ে হাজার রঙ এর
স্বপ্ন ছিল আমার,
দিনে দিনে রঙ জমিয়ে
দিয়েছি তাতে বাহার।
কত শত ভাবনা দিয়ে
রচেছি তোমায় আপন মনে,
তা-ই শুধু আসত ফিরে
স্বপ্ন দেখার ক্ষণে।

রঙিন আমার স্বপ্ন গুলি
আজকে আমি যাচ্ছি ভুলি;
কোন বিষাদের কালো ছায়া
আসলো মাঝে মোর,
অন্ধকারে ভরিয়ে দিলো
আমার এত সাধের ভোর।

আপন মনে ভাবি এখন
কি করলাম করে যতন,
সব হারা যে শূন্য আমি
মিছেই আমার রঙিন স্বপন।