হৃদয় দ্বারে এসেছি বার বার
জানিয়েছি আকুতি অনিবার
তবু রুদ্ধ যেন তোমার হৃদয় দ্বার।

খোল নি কেন তা?
কেন দেখ নি হৃদয়ের আকুলতা
তাই যেন হৃদয়ে ব্যথার তীব্রতা।

আশা মিটে নি তবু জাগে নি দুরাশা
হৃদয়ে আসেনি কোন নিরাশা
পাব তোমায় হৃদয়ে জাগে শুধুই আশা।