কত দিন হয়ে গেলো
হয় নি তো দেখা
হয় নি তো কাছে এসে
চোখে চোখ রাখা।
হৃদয়ের সুধা
পাই নিকো কত দিন
বিষাদ হৃদয় তাই
চিত্ত যে মলিন।
হয় নিকো চলা
হাতে হাত রেখে
হৃদয় জুড়াই নি কত দিন
তোমারে গো দেখে।
তুমি আমি কত দূর
শুধু ভাবি হায়!
যাক না ঘুচে সকল বাধা
হৃদয় মিলন শুধু চায়।